Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ হ্যান্ডবলে ডিএমপি সেরা

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রির্পোটার : বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের আয়োজনে ও ওয়ালটন গ্রæপের সহযোগিতায় অনুষ্ঠিত পুলিশ হ্যান্ডবল টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ টুর্নামেন্ট। মহিলা বিভাগের ফাইনালে ডিএমপি হ্যান্ডবল দল ২৪-৬ গোলে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে ডিএমপি ৪০-২১ গোলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হ্যান্ডবল দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি (এইচআর, পুলিশ হেডকোয়ার্টার্স) আবু হাসান মো: তারিখ, ওয়ালটন গ্রæপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর শাহাজাদা সেলিম ও অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ