Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনে আটক

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে আটক হয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশিভিলি। মাত্র একদিন আগেই পুলিশ ভ্যান থেকে তাকে ছিনিয়ে নিয়েছিলেন সমর্থকরা। সাকাশিভিলির ফেসবুক পেজ থেকে প্রথমে তার আটক হওয়ার বিষয়টি জানানো হয়। পরে অবশ্য ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল খবরের সতত্য নিশ্চিত করেছেন। সাকাশিভিলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সংশ্লিষ্ট একটি অপরাধী চক্রের কাছ থেকে অর্থ নিয়েছেন তিনি। সম্প্রতি কিয়েভে বাসা থেকে গ্রেফতার হন তিনি। পরে তার সমর্থকরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। মুক্ত হওয়ার পর তিনি একসময়কার মিত্র ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে অভিশংসনের জন্য জনগণের কাছে আহŸান জানান। পোরোশেঙ্কোর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাকাশিভিলি। ইউক্রেনে যাওয়ার আগে ১০ বছর জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে করেছেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ