মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে। গত শুক্রবার এমন মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এতে বলা হয়, যারা স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান তাদের জন্য আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন এসবিএস। এতে বলা হয়, জেনেভায় এ বিষয়ে ব্রিফিং করেছেন ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস। তিনি বলেছেন, যারা ফেরত যাবেন তাদেরকে ফেরত পাঠানোটা তড়িঘড়ি করে বা অপরিপক্ব কোনো অবস্থায় ফেরত পাঠানো যেন না হয় ই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখাইন রাজ্য এখনও স্থিতিশীল নয়। তাই রোহিঙ্গাদেরকে এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো ঠিক হবে না। এসবিএস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।