Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পদ ছাড়ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা ডিনা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনে থাকা জাতীয় নিরাপত্তা বিষয়ক একজন উপ-কৌশলপ্রণেতা নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডিনা পাওয়েল নামের ওই মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিকের পদত্যাগের পরিকল্পনার কথা জানিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, সউদী আরব, জর্ডানসহ বিভিন্ন দেশ ও সংস্থার আহŸান উপেক্ষা করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, আমি মনে করছি, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়। এর দুইদিনের মাথায় ডিনা পাওয়েলের পদত্যাগের সিদ্ধান্ত জানা গেল। গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন ডিনা পাওয়েল। তবে আগে থেকেই তার সিদ্ধান্ত ছিল, হোয়াইট হাউসে এক বছর থাকবেন।’ সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ