Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে ঢাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দলের ছুড়ে দেয়া ১৯১ রানের চ্যালেঞ্চে মোসাদ্দেক-সাকিব-নারাইন-আফ্রিদির দুর্দান্ত স্পিন আক্রমণের সামনে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় তামিমের কুমিল্লা।
হারলেও ফাইনালের সম্ভবনা অবশ্য শেষ হয়ে যায়নি কুমিল্লার। এজন্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল রংপুর রাইডার্সকে হারালেই চলবে। আগের ম্যাচে খুলনাকে বিদায় করে এই পর্বে খেলার যোগ্যতা অর্জন করে রংপুর।
কুমিল্লার শীর্ষ আট ব্যাটসম্যানের মধ্যে কেবল একজন- দলপতি তামিম ইকবালের করা ৩১। প্রথম ওভারে লিটন দাসের মাধ্যমে উইকেটে যাওয়া-আসা শুরু, শেষ হয় আফ্রিদির করা ১৮তম ওভারে আল-আমিনের মাধ্যমে। সর্বোচ্চ ২৪ রানের জুটি আসে নবম উইকেট জুটিতে। এই প্রথম এখম রানের নীচে অল-আউট হলো কুমিল্লা।
ঢাকার হয়ে ব্যাট হাতে ১৯ বলে ৪ ছক্কায় ৩০ রান করার পর ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। এছাড়া ২টি করে উইকেট নেন সাকিব ও মোসাদ্দেক হোসেন।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং-এর শুরুটা ভালো হয়নি ঢাকার। দ্বিতীয় ওভারের শেষ বলে পাকিস্তানের হাসান আলীর বলে আউট হন ১টি চারে ৬ বলে ৬ রান করা মেহেদি মারুফ।
এরপর ইংল্যান্ডের জো ডেনলিকে নিয়ে কুমিল্লার বোলারদের বেধড়ক পিটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। দ্বিতীয় উইকেটে মাত্র ৪০ বলে ৬৯ রান যোগ করেন তারা। ৩২ বলে ৪৭ রান করা লুইসকে থামান পাকিস্তানের শোয়েব মালিক।
লুইসের বিাদয়েরর পর ডেনলির ২৫ বলে ৩২ ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের ১৮ বলে ৩১ রানে বড় লড়াকু স্কোরের পথ পেয়ে যায় ঢাকা। শেষদিকে পাকিস্তানের শহিদ আফ্রিদির ১৯ বলে ৩০ রানের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেট ১৯১ রান করে ঢাকা। কুমিল্লার পক্ষে পাকিস্তানের হাসান আলী ১৬ রানে ৩ উইকেট নেন। ব্যাটে-বলে দারুণ নৈপূণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আফ্রিদি।
স ং ক্ষি প্ত স্কো র
ঢাকা ডায়নামাইটস : ২০ ওভারে ১৯১/৭ (মারুফ ৬, লুইস ৪৭, ডেনলি ৩২, পোলার্ড ৩১, সাকিব ৯, আফ্রিদি ৩০ মোসাদ্দে ৩, নারাইন ৯*, জহুরুল ৩*; মেহেদী /৩৮, হাসান ৩/১৬, সফিউদ্দিন ০/৩০, ব্রাভো ২/৪৫, শোয়েব ১/২৮, আল-আমি ০/২২)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৮ ওভারে ৯৬ (তামিম ৩১, লিটন ০, বাটলার ৫, ইমরুল ৯, স্যামুয়েলস ৬, শোয়েব ৭, ব্রাভো ০, সফিউদ্দিন ০, মেহেদী ১৫*, হাসান ১৮, আল-আমিন ০; মোসোদ্দে ২/২৪, সাকিব ২/১৯, নারাইন ১/৯, আফ্রিদি ৩/১৬, আবু হায়দার ১/১৪, সাদ্দাম ০/১০)।
ফল : ঢাকা ৯৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : শহিদ আফ্রিদি (ঢাকা)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ