Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাব্বিরের রেকর্ড ভাঙ্গলেন গেইল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমানের রেকর্ড এবার ভাঙ্গলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। বিপিএলের পঞ্চম আসরে এলিমিনেটর ম্যাচে গতকাল খুলনা টাইটান্সের বিপক্ষে ১৪টি ছয় ও চার বাউন্ডারির মারে ৫১ বলে অপরাজিত ১২৬ রান করেন রংপুর রাইডার্সের গেইল। এটিই বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রান। যে রেকর্ডটি এতাদিন দখলে ছিল সাব্বিরের। বিপিএলের গত আসরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ৯টি করে চার ও ছক্কার মারে ৬১ বলে ১২২ রান করেছিলেন সাব্বির। তার ওই রেকর্ড গড়া ম্যাচে রাজশাহী ৪ রানে হারলেও কাল গেইলের রেকর্ডে রংপুর ৮ উইকেটে হারায় খুলনা টাইটান্সকে। এ ম্যাচে গেইল ২০ বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। যার মধ্যে ছয়টি ছিল চারের মার। বাকি ১৪টিই ছয়।
১২৬ রানের মধ্যে গেইলের ১০৮ রান এসেছে শুধু বাউন্ডারি থেকে। ৮৪ রান ছক্কা এবং ২৪ রান আসে চারের মার থেকে। গ্যালারিতে উপস্থিত হাজার পঁচিশেক দর্শক মন ভরে দেখলো গেইলের ছক্কা ঝড়। বিপিএলের ইতিহাসে এক ম্যাচে এতগুলো ছক্কা মারার রেকর্ড এবারই প্রথম। এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের বিপক্ষে এক ম্যাচে ১২টি ছক্কা মেরেছিলেন গেইল। এবার মারলেন আরও দু’টি বেশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ