Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইজপি কাপ কাবাডি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও অ্যাডটাচের পৃষ্ঠপোষকতায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ্ব-২১) প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে সুরমা ও কর্ণফুলী অঞ্চলের খেলা গতকাল শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে সুরমা অঞ্চলের খেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান । উদ্বেধনী দিনের প্রথম খেলায় সিলেট ২৬ -১৩ পয়েন্টে সুনামগঞ্জকে এবং পরের ম্যাচে মৌলভীবাজার ৪৯-১৯ পয়েন্টে হবিগঞ্জ জেলাকে হারায়। দিনের তৃতীয় খেলায় ব্রা²বাড়িয়া ২৪ -১৯ পয়েন্টে হারায় নরসিংদী জেলাকে।
অন্যদিকে কাল বিকালে চট্টগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্ণফুলী অঞ্চলের খেলার উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা। দিনের প্রথম খেলায় বান্দরবান ৩১-২৭ পয়েন্টে চট্টগ্রামকে এবং দ্বিতীয় খেলায় রাঙ্গামাটি ৫৫-৩৩ পয়েন্টে নোয়াখালী জেলাকে হারায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ