Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আগ্রাসী এবং ঝুঁকিপূর্ণ : রাশিয়া

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় সজাগ দৃি রাখছে। যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে- তা খুবই ঝুঁকিপূর্ণ এবং আগ্রাসী। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিবৃতিতে বলা হয়, বিষয়টি নিয়ে সংশ্লি সব পক্ষকে আমরা ধৈর্য দরার আহŸান জানাচ্ছি। না হলে নিরাপত্তা হুমকিতে পড়বে। এবং এর ফলাফল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ১৯৯৫ সালেই মার্কিন কংগ্রেস অনুমোদিত এক আইনে ইসরাইলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার নির্দেশ দেয়া হয়। তবে সাবেক সব প্রেসিডেন্টই ক্ষমতায় থাকাকালীন ওই প্রক্রিয়া বিলম্বিত করার জন্য স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একই পথে হেঁটেছিলেন ট্রাম্পও। তবে এবার বেঁকে বসেছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তর বিলম্বের জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের শেষ দিন। আর এ দিন স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক আইনানুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়। এএফপি।



 

Show all comments
  • Mohammad Ali ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০১ পিএম says : 0
    আমাদের একন দরকার শারা বিশ্ববাসী মুসলিমজাতি এক হলে কাফেরেরা এতো সাহস পেতনা একনো সময় আছে এক হবার জাগো মুসলিমজাতি জাগো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ