Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেমে ১৪ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি ঘোষণার পর সেখানে ১৪ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। বলা হয়েছে, জেরুজালেমের উত্তরাঞ্চলে ৫ হাজার বসতি স্থাপন করা হবে। এ বসতিগুলো হবে রামাল্লার খুব কাছেই । এর মধ্যে পূর্ব জেরুজালেমে স্থাপন করা হবে ১ হাজার বসতি। ৮ হাজার বসতি স্থাপন করা হবে পশ্চিম জেরুজালেমে। উল্লেখ্য, গত বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, আমি মনে করছি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়। এরপরই এমন বসতির ঘোষণা আসলো ইসরাইলের পক্ষ থেকে। দেশটির রাজনীতিবিদ যুব গালান বলেন, ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণার পর আমরা জেরুজালেমে বসিত স্থাপন করতে যাচ্ছি। এক টিভি প্রতিবেদনে বলা হয়, এই বসতি স্থাপন করা হলে বিগত দুই দশকে এটাই হবে সবেচেয়ে বড় দখল। ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, মন্ত্রিসভার সদস্যরা বলেছেন যে, এখন আমাদের বসতি স্থাপনে কোনও বাধা নেই। ইসরাইলের এই বসতি অবৈধ বিবেচনা করে জাতিসংঘসহ আন্তর্জাতিক স¤প্রদায়। ১৯৬৭ সালের পর থেকে এখন পর্যন্ত ২৩০টি বসতিতে ৫ লাখেরও বেশি ইসরাইলি বসবাস করছে। টাইমস অব ইসরাইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ