মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) মিনিস্টারিয়াল কাউন্সিলের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা বলেন। টিলারসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা রাশিয়ার সাথে ভাল সম্পর্ক গড়তে চায়। এ লক্ষ্যে গত বছর উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের ফাঁকে এ দুই নেতা কয়েকবার সাক্ষাত করেন। টিলারসন বলেন, সিরিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মত পার্থক্য থাকলেও এ দু’দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে বৃহস্পতিবার ওএসসিই’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেন সংকট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণ। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।