মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন জোটের অংশীদার ফাতাহ মুভমেন্ট। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণা দিল ফাতাহ মুভমেন্ট। ডিসেম্বরেই মাইক পেন্স মিসর, ইসরাইল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে। অক্টোবরে এই সফরসূচি ঘোষণা করা হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, পেন্স ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। গত বুধবার ভাষণেও মাইক প্রেন্সের সফর নিয়ে কথা বলেন ট্রাম্প। ফাতাহ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রাজৌব জানান, এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের আলোচনা হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, ফাতাহ’র পক্ষ থেকে বলছি আমরা ট্রাম্পের সহকারীকে ফিলিস্তিনে স্বাগত জানানো হবে না। ১৯ ডিসেম্বর বেথলেহেমে আব্বাসের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন পেন্স। ওই বৈঠক আর হবে না। বৈঠক বাতিলের বিষয়ে হোয়াইট হাউসের এক উপদো জানিয়েছেন, পেন্স সূচি অনুযায়ী আব্বাসের সঙ্গে বৈঠকের চো করবেন। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠক বাতিল না করতে হুঁশিয়ারি জানিয়েছে হোয়াইট হাউস। বলা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত বরং উল্টো ফল বয়ে আনবে। টাইমস অব ইসরাইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।