Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিয়ারেই চলবে গাড়ি পেট্রোল লাগবে না

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পেট্রোলের দাম নিয়ে আর চিন্তা করতে হবে না। এক বোতল বিয়ার কিনে গাড়িতে ঢেলে ফেলুন, দেখবেন তরতরিয়ে চলবে গাড়ি। এমনই আশ্চর্য কথা জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের দাবি, পেট্রোল গাড়িতে ঢাললে তা থেকে যেভাবে ইথানল তৈরি হয় আর সেই শক্তিতে ভর করেই গাড়ি চলে। ঠিক সে ভাবেই বিয়ার থেকেও একই বিটানল তৈরি হয়। যেটি ইথানলের মতই কাজ করে। বিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, মদ বা অ্যালকোহলে সাধারণত ইথানল থাকে। সে কারণেই অ্যালকহল থেকেও সহজেই বিটানল তৈরি করা সম্ভব। তবে পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করতে গেলে অ্যালকোহল বা বিয়ারে অনুঘটক ব্যবহার করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে বিটানল। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ