Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়েমেনের উপকূলীয় অঞ্চল হুতিমুক্ত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইয়েমেনে যুদ্ধরত হুতি বিদ্রোহীদের দখল থেকে লোহিত সাগরের উপকূলীয় একটি এলাকা উদ্ধার করেছে স্থানীয় যোদ্ধারা। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ নিহত হওয়ার পর সউদী সমর্থিত জোটের এটি প্রথম বড় ধরনের বিজয়। গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। নিহত সাবেক প্রেসিডেন্ট সালেহর অনুগত স্থানীয় যোদ্ধারা রাজধানী সানা থেকে ২২০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-খউখা জেলাটি হুতিদের দখল থেকে নিজেদের আয়ত্তে নিয়েছে। জানা গেছে, বুধবার রাতভর লড়াই শেষে অঞ্চলটি তাদের দখলে আসে। এ সময় ইয়েমেনের স্থানীয় যোদ্ধাদের সহায়তা করে সউদীসমর্থিত জোটের সদস্যরা। এ যুদ্ধে উভয় পক্ষের ২৫ জন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে হুতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। হুতির সদস্যরা সানাসহ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বেশির ভাগ অংশ দখল করে ফেলেছে। দেশটিতে তিন বছর ধরে চলমান যুদ্ধে ১০ হাজারের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। শুধু তা-ই নয়, ভয়াবহ দুর্ভিক্ষে ধুঁকছে এ দেশ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ