মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়কন্যা খ্যাত নেপালের দোলাখা জেলা। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৮টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। নেপালের জাতীয় ভূমিকম্প জরিপ কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের জিরি অঞ্চলের নিকটবর্তী দোলাখা জেলায়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়। হিন্দুস্তান টাইমস।
মৎস্যকন্যা
ইনকিলাব ডেস্ক : মেরমেইড বেবির তালিকায় এবার স্থান করে নিয়েছে কলকাতা। হাজরার চিত্তরঞ্জন হাসপাতালে গত বুধবার বেলা ১০টা ১০ মিনিটে জন্ম নিল এক বিস্ময়কর শিশু। তৈরি হয় নতুন ইতিহাস। শিশুটির কোমরের নিচে পায়ের কোনো অস্তিত্ব ছিল না, যা ছিল তা হুবহু মাছের লেজের মতো দেখতে। শিশুটির দুই পা জোড়া লেগে এ অবস্থার সৃষ্টি। জোড়া লাগা পায়ের পাতা দুটি মাছের পাখনার মতো ডানা মেলেছিল। এখন পর্যন্ত বিশ্বে মোট পাঁচ শিশু এমন জন্ম নিয়েছে। তারা বেশিক্ষণ বাঁচে না। কলকাতায় জন্ম নেয়া মারমেইড বেবি বেঁচে ছিল ৪ ঘণ্টা ২০ মিনিট। মেরমেইড বেবির মা মুসকুরা বিবি। বাবা বেলাল হোসেন। মেটিয়াবুরুজের রাজাবাগান থানা এলাকার কারবালার বাসিন্দা মুসকুরা মঙ্গলবার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি হন। বেলাল জানান, স্ত্রীর মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। ইউএসজিতেও কিছু ধরা পড়েনি। এবিপি।
মিয়ানমারে রুশ জাহাজ
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় একটি ফ্লিট স্কোয়াড্রন চারদিনের এক অঘোষিত সফরে মিয়ানমার পৌঁছেছে। বহরের মুখপাত্র নিকোলাই ভসক্রেন্সস্কি এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার রুশ ফ্লিট স্কোয়াড্রনটি মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছে। বহরটিতে সাবমেরিন ডেস্ট্রয়ার অ্যাডমিরাল পান্তেলেভ ও বিশাল ট্যাংকার বরিস বুটোমা রয়েছে। নোঙর করার পর রুশ নাবিকরা মিয়ানমারের থিলাওয়া আন্তর্জাতিক গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছে। তাস।
শক্তিশালী ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২। মার্কিন ভূ-তাত্তি¡ক জরিপ সংস্থা একথা জানায়। খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩০.৭৯৫৮ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৮.৬৪৮ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।