Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফাকে অনুরোধ করবে বাফুফে!

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই নামটির সঙ্গে শুধু ঐতিহ্যই নয়, অনেক সাফল্যও জড়িয়ে আছে। তবে কালের বিবর্তনে নিজেদের সুনাম ধরে রাখতে পারছে মোহামেডান। মাঠ এবং মাঠের বাইরে বর্তমানে অনেকটাই যেন অনুজ্জ্বল সাদাকালো শিবির। ঘরোয়া ফুটবলে ধারাবাহিক ব্যর্থতার সঙ্গে এবার তারা জড়িয়েছে বিদেশী কোচের পাওনা না মেটানোর বিতর্কে। যে কারণে হস্তক্ষেপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দু’বছর আগে মোহামেডানের কাছে নিজের পারিশ্রমিক বাবদ ২২ হাজার ডলার পাওয়া ছিলেন নাইজেরিয়ান কোচ এমেকা ইউজিগো। কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ তার পাওনা মেটাতে কালক্ষেপন করেছে। ফলে অগত্যা এমেকা ফিফার কাছে নালিশ করেন। ফিফা তার নালিশকে আমলে নিয়ে পাওনা পরিশোধের জন্য এবং মোহামেডানের তিন পয়েন্ট কাটার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশনা দিয়েছিল। বাফুফের প্রতি ফিফার নির্দেশনা ছিল গত ২৮ নভেম্বরের মধ্যে এমেকা ইস্যু শেষ করতে হবে। কিন্তু সময় গড়িয়ে গেলেও এখনও ঝুলে আছে ব্যাপারটি। বাফুফে ক’দিন আগে ফিফাকে অনুরোধ করেছিল চলতি প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের পয়েন্ট নির্দেশটি তারা যেন বিবেচনা করে। কিন্তু কোন কাজ হয়নি। ফিফা তাদের সিদ্ধান্তেই অনড়। তবে গতকাল পেশাদার লিগ কমিটির এক সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, এ ব্যাপারে মোহামেডানের হয়ে ফিফাকে আবার তারা অনুরোধ করবেন। যদি দ্বিতীয় অনুরোধ ফিফা না রাখে তাহলে তাদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত মানবে বাফুফে।
বেশ কিছু দিন আগে কোচ এমেকার পাওনা পরিশোধ ও মোহামেডানের তিন পয়েন্ট কাটতে বাফুফেকে নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু বাফুফে কোন পদক্ষেপই নেয়নি। উল্টো তারা মোহামেডানের হয়ে ফিফাকে অনুরোধ করেছে। কিন্তু অনুরোধের ঢেকি না গিলে বরং নিষেধাজ্ঞার হুমকি দেয় ফিফা। এ নিয়ে কাল জরুরী সভায় বসেন লিগ কমিটির কর্মকর্তারা। সভা শেষে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা শেষ বারের মতো ফিফাকে অনুরোধ করব মোহামেডানের পয়েন্ট যেন না কাটতে হয়। এরপরও যদি নিজেদের সিদ্ধান্তে বহাল থাকে ফিফা, তখন অবশ্যই তাদের নির্দেশনা আমাদের মানতে হবে।’ বাফুফে মোহামেডানের জন্য কি বড় ঝুঁকিই নিচ্ছে? এ প্রসঙ্গে তার কথা, ‘আমরা সুষ্ঠ সমাধানের চেষ্টা করছি। ফিফার সঙ্গে যাতে আমাদের সম্পর্কের টানাপোড়েন না হয় সেদিকও বিবেচনা করছি আমরা।’
যদিও বিষয়টি নিয়ে মোহামেডান এখনও আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি। তবে বিভিন্ন সূত্রে দু’টি বিষয় জানা গেছে। একটি সূত্র জানায়, মোহামেডান বাফুফের কাছে অর্থ পায়। সেই অর্থ ফিফাকে দিতে বলেছিল। অন্য সূত্রটি জানায়, এমেকার অভিযোগ নাকি ভিত্তিহীন। এমেকা পূর্ণ পারিশ্রমিক বুঝে পেয়েছেন আগেই।
এদিকে স্বাধীনতা কাপ নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি লিগ কমিটির সভায়। ১৩ জানুয়ারি প্রিমিয়ার লিগ শেষ হবে। এরপরই স্বাধীনতা কাপ নিয়ে আলোচনা হবে বলে জানান মুর্শেদী। তিনি বলেন, ‘লিগ শেষে ১২ ক্লাবের কর্মকর্তাদের নিয়ে সভায় বসব। আমাদের ইচ্ছে রয়েছে লিগ শেষের এক সপ্তাহের মধ্যে টুর্নামেন্টটি করার।’ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দল নিয়ে বয়সভিত্তিক পর্যায়ে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। বাফুফের বর্ষপঞ্জিতে থাকলেও তা হচ্ছে না নিয়মিত। এ বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে সালাম মুর্শেদীর বক্তব্য, ‘লিগ অনেক লম্বা হয়েছে। ক্লাবগুলোর খরচও বেড়েছে। লিগের পরে দেখা যাক কি করা যায়।তখন অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্ট নিয়ে কথা বলা যাবে। ’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ