নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে সহজ জয় তুলে নিল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে সাইফ স্পোর্টিং ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। বিজয়ী দলের হয়ে ইংলিশ ফরোয়ার্ড চার্লস শেরিংহ্যাম ও স্থানীয় ফরোয়ার্ড মতিন মিয়া একটি করে গোল করেন। এই জয়ে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানেই রইলো সাইফ। সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া মুক্তির অবস্থান এগারতম স্থানে। তারা অবনমনের শংকায় ভুগছে। প্রথম লেগের ম্যাচে একই ব্যবধানে মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল সাইফ স্পোর্টিং।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমনাতœক ফুটবল উপহার দেয় সাইফ স্পোর্টিং। তবে প্রথমার্ধে তারা গোল খরায় ভুগে। যদিও ম্যাচের ২৮ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত হয় নবাগতরা। এসময় ডানপ্রান্ত থেকে দারুন একটি পাস দেন চার্লস শেরিংহ্যাম। প্রায় ফাকা পোস্টে বলটা ঠেলে দিতেই পারলেই গোল। কিন্তু পা বাড়িয়েও বলের নাগাল পেলেন না জুয়েল রানা। ৩৬ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে লং পাসে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন অ্যাট্যাকিং মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। তিনি ওয়েডস কে পাস দেন। কিন্তু ওয়েডসনকে তিন দিক থেকে চেপে ধরেন মুক্তির ডিফেন্ডাররা। ফলে এবারও গোলের দেখা পায়নি সাইফ। গোলশূণ্য অবস্থায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল সাইফ স্পোর্টিং। তারও সফলও হয়। ম্যাচের ৪৭ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে মুক্তির বক্সে ঢুকে চার্লস শেরিংহ্যাম ডান পায়ের টোকায় গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ৫৯ মিনিটে বিপদ জনক স্থানে ফ্রি কিক পায় সাইফ স্পোর্টিং। বলা যায় নিশ্চিত গোলের সুযোগ ছিল তাদের। কিন্তু শেরিংহ্যামের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। তবে ম্যাচের শেষ দিকে (৯০+৩) দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুন করেন মতিন মিয়া। কলম্বিয়ান ফরোয়ার্ড হেম্বার ভ্যালেন্সিয়া আহত হয়ে মাঠ ছাড়লে বদলী খেলোয়াড় হিসেবে নামানো হয় মতিন মিয়াকে। খেলার সুযোগ পেয়েই নিজের কারিশমা দেখান এই তরুন ডিফেন্ডার। মাঝ মাঠ থেকে দুরন্ত গতিতে একক প্রচেষ্টায় বল নিয়ে মুক্তির বক্সে ঢুকে পড়েন তিনি। মু্িক্তযোদ্ধার গোলরক্ষক আজাদ হোসেন তখনো পেছনে পড়ে রয়েছেন। ফলে প্রায় ফাকা পোস্টে বল ঠেলে দিয়ে দলকে আনন্দে ভাসান সাইফ স্পোর্টিংয়ের এই তরুণ ফরোয়ার্ড (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এবারের লিগের নবাগতরা। অন্যদিকে অর্থ সংকটে জর্জরিত মুক্তিযোদ্ধা আরেকটি হার উপহার দিলো। কোনও রকমে দলটিকে টিকিয়ে রেখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাই নিজের দলের খেলা দেখতে কাল স্টেডিয়ামেও হাজির হন তিনি। কিন্তু মন্ত্রীকে জয় উপহার দেয়া তো দূরের কথা পূর্ণ ড্র হারিয়েই মাঠ ছাড়ে তারা। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১-১ গোলে ড্র করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে। এই ড্রতে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টমস্থানে জায়গা পেল আরামবাগ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে ব্রাদার্সের অবস্থান নবম। আজ প্রিমিয়ার লিগের কোন খেলা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।