Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডে দলে স্টোকস-হেলস!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : যে সমস্যার কারণে তারা টেস্ট দলের বাইরে সেই সমস্যা এখনো মেটেনি। এরপরও ইংল্যান্ডের ওয়ানডে দলে রাখা হয়েছে বেন স্টোকস ও অ্যালেক্স হেলসকে। তবে তারা দলে থাকলেও খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।
গত সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারি ঘটনায় পুলিশের হাতে আটক হন স্টোকস ও হেলস। স্টোকসের বিরুদ্ধে অভিযোগটা ছিল বেশি গুরুতর। এর সত্যতাও মেলে। যে কারণে তাকে ও হেলসকে ছাড়াই অ্যাসেজ দল ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের সাথে সেদিনের মারামারির ঘটনায় ছিলেন হেলসও। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তখন চলমান সিরিজের শেষ দুই ওয়ানডেতে ছিলেন না স্টোকস ও হেলস।
দলের সাথে না থেকেও অ্যাসেজ সিরিজে ইংলিশ দলের অন্যতম সদস্য ভাবা হচ্ছে স্টোকসকে; বর্তমানে যিতি নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানেডে টুর্নামেন্টে নিয়ে ব্যস্ত। সেখানে লিষ্ট ‘এ’তে নিজের প্রথম ম্যাচে ২ রানে ফিরলেও পরশু দ্বিতীয় ম্যাচে করেন ৩৪ রান। তবে বল হাতে কোন ম্যাচেই উইকেট নিতে পারেননি।
এমতাবস্থায় স্টোকস ও হেলসকে নিয়ে ‘রঙ্গ’ করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন দলের কোচ ট্রেভর বেইলিস। তবে তাদের দলে পেলে তিনি খুশি হবেন জানিয়ে ট্রেভর বলেন, ‘ভালোই হবে। গেল দুই বছর ওয়ানডেতে তারা দুজন সফল খেলোয়াড়।’
আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ড ওয়ানডে দল : ইয়ন মরগ্যান (অধিনায়ক), জেসন রয়, জো রুট, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ক্রিস উকস, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, ডেভিড উইলি, লিয়াম প্লাংকেট, টম কুরান, মার্ক উড ও জ্যাক বল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ