Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-পাকিস্তান নৌমহড়া

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিয়েছে চীন ও পাকিস্তানের নৌবাহিনী। ‘ফ্রেন্ড-২০১৭’ কার্যক্রমের অংশ হিসেবে চীনের সাংহাইয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফের অধিনায়ক ক্যাপ্টেন শাহজাদ ইকবাল চীনের গাইডেড ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ (ফ্রিগেট) জিংজু পরিদর্শন করেন। ৩০ নভেম্বর পাকিস্তানি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পিএনএস সাইফ পাঁচদিনের সফরে সাংহাইয়ে পৌঁছায়। ৫ ডিসেম্বর চীনের সামরিক পত্রিকা ‘চায়না মিলিটারি’র এক প্রতিবেদনে এ কথা জানায়। জিংজুর কমান্ডিং অফিসার কমান্ডার ওয়াং হংবিংয়ে সঙ্গে বৈঠকে ইকবাল জানান, তিনি গত বছর উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান নেভি একাডেমীতে প্রশিক্ষণ নিয়েছেন। এসময় ওয়াং জানান যে তিনিও একই একাডেমীতে শিক্ষা গ্রহন করেছেন এবং একজন এলামনাইয়ের সাথে সাক্ষাতে তিনি বেশ খুশি। উভয় নৌকর্মকর্তা একে অপরের যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ