Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদী আরবে আটক কয়েকজন প্রিন্স মন্ত্রী ক্ষমা পাচ্ছেন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান নেতৃত্বাধীন দুর্নীতি দমন অভিযানে আটক কয়েকজন প্রিন্স ও মন্ত্রী শর্তসাপেক্ষে ক্ষমা পাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে তাদের মধ্যে কি সমঝোতা হয়েছে তা জানানো হয়নি। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এখনও সবার নাম প্রকাশ করা হয়নি। তবে প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহর মুক্তির জন্য ১০০ কোটি ডলার দাবি করা হয়েছিলো বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিলো। ৪ নভেম্বর দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীদের গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে জানানো হয় ৩২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর আটক রয়েছেন ১৫৯ জন। আটককৃতদের মধ্যে প্রিন্স মিতেব ছাড়াও দেশটির শীর্ষ ধণী প্রিন্স আওলাদ বিন তালাল রয়েছেন। অভিযোগ ওঠে যে রাজপরিবারে নিজের কর্তৃত্ব সুসংহত করতেই এই অভিযান চালিয়েছেন যুবরাজ বিন সালমান। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ