Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পারমাণু হামলা থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক চীনের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পারমাণবিক হামলা অথবা বিস্ফোরণ থেকে কীভাবে নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে সে ব্যাপারে চীনের নাগরিকদের সতর্ক করে দিয়েছে দেশটির সরকারি একটি গণমাধ্যম জিলিন ডেইলি। উত্তর কোরিয়া সীমান্তের চীনের উত্তর-পূর্বাঞ্চলের শহর জিলিন সিটি থেকে প্রকাশিত সরকারি ওই দৈনিকে গতকাল বুধবার ‘কমন সেন্স’ শিরোনামে এক পৃষ্ঠার পরামর্শ প্রকাশ করা হয়েছে। এতে পারমাণবিক হামলা থেকে সুরক্ষার বিভিন্ন উপায় সম্পর্কে পাঠকদের জানিয়ে দেয়া হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে চীন গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়া পিয়ংইয়ংকে উসকানি দেয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিও আহ্বান জানিয়ে আসছে বেইজিং। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করায় বুধবার কোরীয় দ্বীপে মার্কিন বোমারু বিমান উড্ডয়ন করবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ