Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের পয়েন্টে রাসেলের হানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম রাউন্ডে শিরোপা প্রত্যাশি চট্টগ্রাম আবাহনীর পয়েন্টে ভাগ বসালো শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রাসেল। শেখ রাসেলের পক্ষে স্থানীয় মিডফিল্ডার মোনায়েম খান রাজু ও হাইতির ফরোয়ার্ড ফ্রাংকয়িস জ্যাকস এবং চট্টগ্রাম আবাহনীর হয়ে হাইতিয়ান মিডফিল্ডার লিওনেল সেন্ট প্রিয়ক্স ও অধিনায়ক জাহিদ হোসেন একটি করে গোল করেন। এই ড্র’তে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে শেখ রাসেলও রইলো আগের (পঞ্চম) অবস্থানে। প্রথম লেগে এই রাসেলকেই ৩-১ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু দ্বিতীয় লেগে ছন্দপতন ঘটলো তাদের। যদিও প্রথম লেগে হারের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ এসেছিলো শেখ রাসেলের সামনে। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই মৌসুম আগের ট্রেবলজয়ীদের। কাল প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে খেলা শুরু করে শেখ রাসেল। শুরু থেকেই তারা আক্রমণাতœ ফুটবল উপহার দেয়। যার ফলও খুব তাড়াতাড়ি। ম্যাচের মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। এসময় বক্সের প্রায় তিন গজ দূর থেকে ডান পায়ের কোনাকোনি শটে চট্টগ্রাম আবাহনীর জাল কাঁপান রাসেল মিডফিল্ডার মোনায়েম খান রাজু (১-০)। শুরুতে পিছিযে পড়ে গোল শোধে মরিয়া চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফিরতে চেষ্টা করে বার বার ব্যর্থ হচ্ছিলো। তারা একের পর এক আক্রমণ করে রাসেল ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখলেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে কাঙ্খিত গোল পায় চট্টগ্রামের দলটি। ম্যাচের ৪৩ মিনিটে চমৎকার সেটপিস থেকে বক্সে জটলায় বল পেয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের মাঝ থেকে শটে বল জালে জড়ান চট্টগ্রামের লিওনেল সেন্ট প্রিয়ক্স (১-১)। অমিমাংসিত অবস্থায় দু’দল বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোলক্ষুধা নিয়ে যেন মাঠে নামে চট্টগ্রাম আবাহনী। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে সবুজের শট অল্পের জন্য রাসেলের জালে জড়ায়নি। ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে বক্সে বল পেয়ে আলতো টোকা দেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ। তবে গোলরক্ষক জিয়াউর রহমান দক্ষতার সঙ্গে বল নিজের নিয়ন্ত্রণে নেন। চট্টগ্রামের অধিনায়ক জাহিদ হোসেন গোল করার প্রত্যয় নিয়েই বার বার আক্রমণে যান। সফলও হন তিনি। ম্যাচের ৮২ মিনিটে বক্সে শুয়ে পড়ে দারুণ এক হেডে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন অধিনায়ক জাহিদ (২-১)। তবে চট্টগ্রামের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট ছয়েক পর লম্বা থ্রো ইন থেকে বক্সে বল পেয়ে হেডে আবাহনীর জাল কাপান ফ্রাংকয়িস জ্যাকস (২-২)। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৪-১ গোলে হারায় টিম বিজেএমসিকে। এ জয়ে ঢাকা আবাহনী ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয়স্থানেই রাইলো। সমান ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া বিজেএমসির অবস্থান সাতে।
চট্ট. আবাহনী ২ : ২ শেখ রাসেল
ঢাকা আবাহনী ৪ : ১ বিজেএমসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ