নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক নাইজেরিয়ান কোচ এমেকা ইস্যুতে কঠোর অবস্থানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমেকার পাওনা না মেটানোয় মোহামেডানের বিরুদ্ধে দারুণ ক্ষুব্ধ তারা। ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দিয়েছে যে, চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের তিন পয়েন্ট কর্তন এবং সহসাই এমেকার পাওনা মিটিয়ে ফেলার ব্যবস্থা করতে। বাফুফের প্রতি ফিফার নির্দেশনা ছিল গত ২৮ নভেম্বরের মধ্যে এমেকার ইস্যু শেষ করার। কিন্তু বাফুফে গড়িমসি করে সময়ক্ষেপন করছে বলে ফিফা মনে করে। মোহামেডানের সাবেক কোচ এমেকার পাওনা ২২ হাজার ডলার শোধ করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু তাতে সাড়া না দেয়ায় জরিমানার সঙ্গে মোহামেডানের তিন পয়েন্ট কেটে নেয়ার জন্য বলেছে তারা। জানা গেছে, ফিফার বেঁধে দেয়া সময় পার হলেও এখন পর্যন্ত বাফুফে এমেকা ইস্যুতে কোন কার্যকর ভুমিকা না রাখায় তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।