Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হোল্ডার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

¯েøা ওভার রেটের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার। একই সঙ্গে ক্যারিবীয় অধিনায়ককে ম্যাচ ফির ৬০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ৩০ শতাংশ হারে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার মানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না হোল্ডার।
এর আগে গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টেও একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এ অলরাউন্ডার। আইসিসির নিয়মানুযায়ী এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়।
ওয়েলিংটনে নির্ধারিত সময়ে তিন ওভার কম বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। প্রতি ওভারের জন্য প্রতি খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ ও অধিনায়ককে এর দ্বিগুন হারে জরিমানা গুনতে হয়। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ইনিংস ব্যবধানে পরাজিত হয় হোল্ডার বাহিনী। শনিবার হ্যামিল্টনে শুরু হবে দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ