নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকমত করলেও বোলারদের ব্যার্থতা আমাদের ভুগিয়েছে’- বিপিএল থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর বড় আক্ষেপ নিয়েই কথাটা বলেছিলেন চিটাগং ভাইকিংস দলের পরামর্শদাতা মিনহাজুল আবেদীন। অবশেষে জ্বলে উঠলেন তার বোলাররা। কিন্তু ততদিনে যে অনেক দেরি হয়ে গেছে।
সামিত প্যাটেলের ২৬ বলে ৬২ রানের ঝড়ের পরও রাজশাহী কিংসকে ৯ উইকেটে ১৪৯ রানে আটকে রাখে চট্টগ্রামের বোলররা। ৪ ওভার বল করে ১৬ রানে একাই ৪ উইকেট তুলে নেন সিকন্দার রাজা। মাত্র ১৪ রানের খরচায় ২ উইকেট তুলে নিয়ে বোলিং কোাটা পূর্ণ করেন সানজামুল ইসলাম। গুরুত্বহীণ ম্যাচে চট্টগ্রামও পায় ১২ ম্যাচে আসরের তৃতীয় জয়। শেষ ম্যাচে তাদের জয়টি ৪৫ রানের।
এদিনও যথারীতি ব্যাট হাতে সফল ছিলেন লুক রনকি, লুইস রিস ও সিকন্দার রাজারা। ৩০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন অধিনায়ক রনকি। তৃতীয় উইকেটে মাত্র ৬.৪ ওভারে অপরাজিত ৮৬ রানের জুটি গড়েন রিস-রাজা। ৫৬ বলে ৪টি বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮০ রান করেন রিস, ২০ বলে সমান ৩টি করে ছক্কা-চারে ৪২ রান করেন রাজা। চট্টগ্রামও পেয়ে যায় ১৯৪ রানের বিশাল সংগ্রহ।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম : ২০ ওভারে ১৯৪/২ (রনকি ৪২, রিস ৮০*, রাজা ৪২*; মিরাজ ২/১৮)।
রাজশাহী : ২০ ওভারে ১৪৯/৯ (প্যাটেল ৬২, জাকির ১৯; রাজা ৪/১৬, সানজামুল ২/১৪)।
ফল : চট্টগ্রাম ৪৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : লুইস রিস (চট্টগ্রাম)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।