Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সঙ্গে যৌথভাবে অস্ত্র বানাতে চায় ভারত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের পররাষ্ট্রনীতিতে রাশিয়া সবসময় গুরুত্ব পাবে উল্লেখ করে দেশটির সাথে যৌথভাবে সমরাস্ত্র তৈরীর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় এই সমরাস্ত্র তৈরি করা হবে। গত সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডাবিøউএ) আয়োজিত দ্বিতীয় ইন্ডিয়া-রাশিয়া হেডস অব থিংক-ট্যাঙ্কস ফোরামর অনুানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বিজয় গোখলে ওই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতিতে রাশিয়া সবসময় অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে আছে এবং ভবিষ্যতেও থাকবে। গোখলে বলেন, এটা বললে অত্যুক্তি হবে না যে রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়ে খুবই দৃঢ় জাতীয় ঐকমত্য রয়েছে। ভারত-রাশিয়ার অতীত সম্পর্ককে নিষ্ক্রিয় অংশীদারিত্বের দিকে ঠেলে দেয়া ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের সম্পর্ক নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ বৈশ্বিক পরিবর্তন থেকে এটা আলাদা থাকতে পারে না বা পরিবর্তনের প্রভাব থেকেও এই সম্পর্ককে রক্ষা করা যাবে না। ভারতের প্রতিরক্ষা চাহিদা মেটাতে রাশিয়া সবসময় অন্যতম প্রধান সমরাস্ত্র জোগানদাতা ছিল উল্লেখ করে গোখলে বলেন, সম্পর্কের সাত দশক ধরে মস্কোর অব্যাহত সহায়তাকে সাধুবাদ জানায় নয়াদিল্লি। তিনি বলেন, একই সাথে, আমরা বিশ্বাস করি সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা আনতে ক্রেতা-বিক্রেতা পর্ব পার হয়ে আমাদের প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে যৌথ উৎপাদন এবং যৌথ বিনিয়োগের দিকে এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। এনডিটিভি, টাইমস অফ ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ