মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরে বাড়ছে এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভির বিস্তার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, মিসরে প্রতি বছর গড়ে শতকরা ৪০ ভাগ করে বাড়ছে এইচআইভি সংক্রমণ। এই মহামারী মোকাবিলা করার পথে বাধা সৃষ্টি করছে সামাজিক প্রতিবন্ধকতা এবং অর্থায়নের অভাব। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। রোগের বিস্তার মূলত তরুণ সমাজকে কেন্দ্র করে বাড়ছে। অন্যান্য বয়সের লোকের তুলনায় তরুণদের মধ্যে এর হার বেশি। উল্লেখ্য, মিসরের জনসংখ্যা সাড়ে নয় কোটি। দেশটিতে এইচআইভি মূলত সমকামিতার মাধ্যমে বেশি ছড়াচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। মিসর একটি ইসলামিক রক্ষণশীল দেশ। এদেশে এ রোগে আক্রান্তদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা হয় না। তাদেরকে নানা রকম ভোগান্তি পোহাতে হয়। তবে আক্রান্ত রোগীদের সংখ্যা প্রকৃতপক্ষে কতো সে ব্যাপারে জাতিসংঘ এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান ভিন্ন। জাতিসংঘ সাহায্যকারী সংস্থার মতে বর্তমানে দেশটিতে এইডসে আক্রান্তের সংখ্যা এগারো হাজার। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ সংখ্যা সাত হাজার হতে
পারে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।