Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের বশ মানানো স্কুল বন্ধ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নারীকে পুরুষের আজ্ঞাবহ ও বাধ্যগত হতে শেখানো একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। ফুশান স্কুল অব ট্র্যাডিশনাল কালচার নামের প্রতিষ্ঠানটি প্রথাগত গুণাবলী শিক্ষা দেওয়ার নামে মূল সমাজতান্ত্রিক মূল্যবোধগুলো অগ্রাহ্য করছিল বলে ভাষ্য চীনের শিক্ষা ব্যুরোর। স্কুলটির পাঠদান কার্যক্রমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে স্কুলটির শিক্ষকদের লৈঙ্গিক সমতার বিরুদ্ধে কথা বলতে ও মার খাওয়ার পরও মেয়েদের পুরুষদের বিরুদ্ধে রুখে না দাঁড়ানোর পরামর্শ দিতে দেখা গেছে। সা¤প্রতিক বছরগুলোতে চীনে এই ধরনের বশ মানানো প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গেছে বলে বিবিসি জানিয়েছে। পিয়ার ভিডিও নামে স্থানীয় এক সংবাদ ওয়েবসাইটের পোস্ট করা ভিডিওটিতে মেয়েদের ক্যারিয়ারের দিকে মনোযোগী না হয়ে নিচের স্তরে থাকার শিক্ষা দিতে দেখা গেছে। যে কোনো পরিস্থিতিতে নিঃশর্তভাবে বাবা, স্বামী ও সন্তানের নির্দেশ পালন করতে হবে, নারী শিক্ষার্থীদের এমনটাই শেখানো হচ্ছে। বিতর্কিত ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের দেয়া অন্যান্য উপদেশের মধ্যে আছে বকা খেলেও তর্ক না করা এবং কখনোই বিবাহবিচ্ছেদ না ঘটানো। স্বামী যা-ই চাইবে, তোমার উত্তর হবে, ঠিক আছে, ভিডিওতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে এমনটাই বলতে দেখা গেছে। কোনো নারী যদি তিনজনের বেশি ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে বীর্য বিষাক্ত হয়ে গিয়ে ওই নারী মারা যেতে পারেন বলে প্রতিষ্ঠানটির শিক্ষকদের সতর্ক করতে দেখা গেছে। ভিডিওতে নারীদের গৃহস্থালি কাজ যেমন মেঝে পরিষ্কার করা ও খালি হাতে টয়লেট পরিষ্কারের কাজ করতেও দেখা গেছে বলে জানিয়েছে। গেøাবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ