Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাজিল হোয়াটসঅ্যাপ মেয়রের কারাদন্ড

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রাজিলের সবচেয়ে দরিদ্র শহর বম জারদিমের ২৭ বছর বয়সী মেয়র লিদিয়ানে লেইতেকে অর্থ আত্মসাতের মামলায় ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ব্রাজিলের বম জারদিম শহরের মেয়র লিদিয়ানে লেইতে নিজ শহর থেকে ১৮০ মাইল দূরে থেকেও সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চালান বলে হোয়াটসঅ্যাপ মেয়র নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়, লিদিয়ানে লেইতে এখনও পলাতক। এরপরও তিনি হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে মেয়রের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় আড়াই বছর আগে শিক্ষা বাজেট থেকে অর্থ আত্মসাতের একটি মামলায় মেয়র লিদিয়ানে লেইতেকে এই কারাদÐাদেশ দেয়া হয়েছে। এর আগে ইনস্টাগ্রামের এক পোস্টে লিদিয়ানে লিখেছিলেন, মেয়র হওয়ার আগে আমি দরিদ্র ছিলাম। এখন আমার ল্যান্ড রোভার গাড়ি আছে, টয়োটা এসডবিøউ ফোর মডেলের গাড়িও চালাই। সামনে হয়তো আরও দামি ও বিলাসবহুল গাড়ি কিনতে পারি। এসব করার জন্য এখন আমার কাছে প্রচুর অর্থ রয়েছে। আমি এখন যা খুশি কিনতে পারি। এ নিয়ে মানুষ কে কী বললেন, তা নিয়ে মাথা ঘামাই না। ইনডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ