Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতীয় সেনা প্রধান বিপিনের স্বীকারোক্তি

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় সেনাবাহিনী প্রধান প্রথমবারের মত স্বীকার করেছেন যে, দুই বছর আগে তার দেশের সেনারা মিয়ানমারের ভেতরে ঢুকে অভিযান চালিয়েছিলো। একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ২০১৫ সালে মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে নাগা বিদ্রোহী ন্যাশনালিস্ট সোস্যালিস্ট কাউন্সিলের বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তবে ওই অভিযান সম্পর্কে বর্তমান সেনা প্রধানের খোলামেলা বক্তব্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, উভয় মন্ত্রণালয় মিয়ানমারের অপারেশন সম্পর্কে সেনা প্রধানের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট। এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের সেনা প্রধানকে মিয়ানমারের বাস্তবতা এবং সেখানে আমাদের প্রচেষ্টা সম্পর্কে আরো সচেতন হওয়া উচিত। অপারেশনগুলো নিয়ে এই ধরনের বিস্তারিত আলোচনা সেখানে আমাদের পরিস্থিতিকে সাহায্য করবে না। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ