মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চারদিনের এক সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফ্রি ফেল্টম্যান। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সফরটি ছয় বছরের মধ্যে দেশটিতে জাতিসংঘের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর। নীতি বিষয়ক আলোচনা নিয়ে সেপ্টেম্বরে জাতিসংঘকে দেওয়া উত্তর কোরিয়ার বর্ধিত আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বসংস্থাটির শীর্ষ রাজনৈতিক কর্মকর্তার এই পিয়ংইয়ং সফর বলে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়ার সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিমান মহড়ার মধ্যে ফেল্টম্যানের সফরটি শুরু হল। সফরে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ ও উদ্বেগ নিয়ে বিস্তৃত আলোচনা হবে বলেও আশা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও এই মুহূর্তে জাতিসংঘের সবচেয়ে উঁচু পদে থাকা মার্কিন নাগরিক ফেল্টম্যানের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।