Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মাঠে নামছে দুই আবাহনী

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম রাউন্ডে আজ মাঠে নামছে দুই আবাহনী। দ্বিতীয় লেগের এই পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শিরোপা প্রত্যাশি চট্টগ্রাম আবাহনী মুখোমুখী হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। খেলা শুরু হবে বিকাল সাড়ে চারটায়। একই ভেন্যুতে সন্ধ্যা পৌনে সাতটায় দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর প্রতিপক্ষ টিম বিজেএমসি।
প্রথম লেগের মতো দ্বিতীয় লেগও দারুণভাবে শুরু করা চট্টগ্রাম আবাহনী ১৪ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রয়েছে। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে দুই পয়েন্ট বেশি পেয়ে দুরন্ত গতিতে শিরোপার দিকে ছুটছে চট্টগ্রামের দলটি। আজ শেখ রাসেলকে হারাতে পারলে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাবে তারা। শেখ রাসেলের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়েই এ ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। প্রথম লেগে এই রাসেলকেই ৩-১ গোলে হারিয়েছিল তারা।
গেল মৌসুমে তারকাসমৃদ্ধ দল গড়েও প্রত্যাশিত ফল পায়নি শেখ রাসেল। তবে চলতি মৌসুমে বড় কোনো তারকা ছাড়াই খেলছে তারুণ্য নির্ভর দলটি। লিগের শুরুতে সেভাবে আলো না ছড়াতে না পারলেও প্রথম লেগের শেষদিকে কয়েকটি ম্যাচে দারুণ খেলে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চমস্থানে উঠে আসে শেখ রাসেল। কিন্তু দ্বিতীয় লেগ জয় দিয়ে শুরু করলেও পরের দু’ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা শেখ রাসেল। হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। তবে আজ শিরোপা প্রত্যাশিদের হারালেও অবস্থানের পরিবর্তন হবে না তাদের। কারণ ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব চতুর্থস্থানে থেকে রাসেলের চেয়ে শক্ত অবস্থানে আছে। অবস্থানের পরিবর্তন না হলেও ম্যাচ জিতলে প্রথম লেগে হারের প্রতিশোধটা নেয়া হবে রাসেলের। প্রতিশোধের মিশনে জিততে মরিয়া এই দলের অন্যতম খেলোয়াড় ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ। তিনি জানান, তার দল জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না।
আগের মৌসুমে অপরাজিত থেকে পঞ্চমবারের মতো লিগ শিরোপা ঘরে তুললেও চলতি লিগে কেমন যেন ম্যারম্যারে ঢাকা আবাহনী। যদিও ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে থেকে তারা এখনও শিরোপার লড়াইয়ে টিকে আছে। আজ বিজেএমসিকে হারালে আবাহনীর পয়েন্ট হবে শেখ জামালের সমান ৩৩। কিন্তু তাতে অবস্থান পরিবর্তনের সুযোগ নেই ঢাকা আবাহনীর। কারণ তাদের চেয়ে গোলগড়ে বেশ এগিয়ে শেখ জামাল। তাই তালিকার দ্বিতীয়স্থানটি তাদের দখলেই থাকছে। তবে শিরোপা রেসে থাকতে হলে আজ বিজেএমসির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ঢাকার আকাশী-হলুদদের। তাদের পিছিয়ে থাকার ক্ষেত্রে বিজেএমসির ভ‚মিকা কিন্তু কম নয়। প্রথম লেগে আবাহনীকে জিততে দেয়নি অফিসপাড়ার দলটি। গোলশূন্য ড্র করে আবাহনীর পয়েন্টে ভাগ বসায় তারা। দ্বিতীয় লেগে সতর্ক ওয়ালী ফয়সালরা। তারা জয় ছাড়া কিছুই ভাবছেন না।
এ ম্যাচে মাঠে নামার আগে আবাহনী শিবিরে আলোচলার কেন্দ্রবিন্দ ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ। লিগের এখনো আট ম্যাচ বাকি। তার আগেই আবাহনী শিবির ছেড়ে মামিচ যোগ দিয়েছেন থাইল্যান্ডের একটি ক্লাবে। যদিও ওয়ালী ফয়সালরা মনে করেন মামেিচর অভাবে বিজেএমসি ম্যাচে কোন প্রভাব ফেলবে না।
এদিকে গত মৌসুমের অবস্থান এবারও ধরে রেখেছে বিজেএমসি। তারা ১৪ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তমস্থানে রয়েছে। আজ ঢাকা আবাহনীকে হারাতে পারলে মোহামেডানকে (১৭ পয়েন্ট) পেছনে ফেলে ছয়ে ওঠে আসবে দলটি। এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না দলীয় অধিনায়ক গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও আবাহনীর কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে চান তিনি। তবে এবার পূর্ণ ৩ পয়েন্টই তার লক্ষ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ