Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিরোধের নাম চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তৃতীয় দিনের চা বিরতির আগেও মনে হচ্ছিল দিল্লি টেস্টে জয় পেতে বেগ পেতে হবে ভারতকে। কিন্তু শেষ সেশনে ভোজবাতির মত পাল্টে গেল ম্যাচের চিত্র। ৪ উইকেটে ৩১৭ থেকে ৯ উইকেটে ৩৫৬ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনো তারা পিছিয়ে ১৮০ রানে।
৭৫ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখাচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। আর কোন উইকেট না হারিয়ে তারা তৃতীয় তিন শুরু করেন ১৩১ রান নিয়ে। ১৮১ রানের অসাধারন জুটিও গড়েন সাবেক ও বর্তমান অধিনায়ক মিলে। ৩৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পাওয়া ম্যাথিউস বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ফেরেন ২৬৮ বলে ১৪টি চার ও ২ ছক্কায় ১১১ রান করে। তবে বুক চিতিয়ে এখনো লড়ে যাচ্ছেন চান্দিমাল। ম্যাথিউসের বিদায়ের পর তাকে কিছুটা সঙ্গ দেন সামারাবিক্রমা (৩৩), ৬১ রানের জুটিও গড়েন তারা। এরপর আর কাউকে পাশে পাননি লঙ্কান অধিনায়ক। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তার ৩৪১ বলের ইনিংসটাতে রয়েছে ১৮টি চার ও ১টি ছয়ের মার। এই ইনিংসের পথে লঙ্কানদের হয়ে দ্রæততম ১০ টেস্ট সেঞ্চুরির (৮০ ইনিংসে) কীর্তিও গড়েন চান্দিমাল। আগের রেকর্ডটি ছিল থিলান সামারাবিরার (৮৪ ইনিংসে)।
ভারতীয়দের হয়ে রভিচন্দ্রন আশ্বিন নেন ৯০ রানে ৩ উইকেট, ২টি করে নেন মোহাম্মাদ সামি, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ২-০ ব্যবধানে সিরিজ জিততে বিরাট কোহলির দলের সামনে সময় আছে ২দিন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৫৩৬/৭ (ডি.)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : (আগের দিন ১৩১/৩) ১৩০ ওভারে ৩৫৬/৯ (করুনারতেœ ০, দিলরুয়ান ৪২, ধনঞ্জয়া ১, ম্যাথিউস ১১১, চান্দিমাল ১৪৭*, সামারাবিক্রমা ৩৩, সিলভা ০, ডিকভেলা ০, লাকমল ৫, গামাগে ১, সান্দাকান ০*; সামি ২/৭৪, ইশান্ত ২/৯৩, জাদেজা ২/৮৫, অশ্বিন ৩/৯০)।
*তৃতীয় দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ