নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহে বিদায় নেওয়ার পর জাতীয় দল নিয়ে নতুন করে ভাবতেই হচ্ছে নির্বাচকদের। তাদের ভাবার সেই অবকাশ এনে দিয়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং জাতীয় ক্রিকেট লিগ। সেই সাথে কোচের কারণে ‘প্রভাবিত’ খ্যাত নির্বাচক প্যানেল এখন সেই হিসেবে স্বাধীন, যা তাদের দিচ্ছে স্বাধীনভাবে দল বাছাইয়ের সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগিয়েই হয়ত, জাতীয় দলের আগামী স্কোয়াডে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএলে কয়েকজন বোলারের পারফরমেন্স নজর কেড়েছে নির্বাচক প্যানেলের। সেই সাথে হতাশা প্রকাশ করেছেন ব্যাটসম্যানদের ¤্রয়িমাণ পারফরমেন্সে, ‘কয়েকজন বোলারের পারফর্মেন্স আমাদের নজর কেড়েছে। বিশেষ করে পেসাররা, সেই হিসেবে ব্যাটসম্যানদের পারফর্মেন্স হতাশাজনক।’
নান্নুর কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবু জায়েদ রাহীর প্রতি নির্বাচকদের সু-দৃষ্টির। বিপিএলে এই মুহূর্তে শীর্ষ পাঁচ বোলারের তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি আছেন জাতীয় দলের বাইরে। এদিকে সা¤প্রতিককালের ঘরোয়া ক্রিকেটের সব ধরণের পারফরমেন্স ঘেঁটে আগামী জাতীয় দলের স্কোয়াড করা হবে বলেও জানিয়েছেন নান্নু, ‘বিগত ছয় মাসে এনসিএল, বিপিএলে খেলোয়াড়দের পারফর্মেন্স আমরা ঘেঁটে দেখবো। নজরে থাকবেন অনেকেই। এছাড়াও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্সও বিবেচনায় থাকবে। শেষ কথা বেস্ট পসিবল দলটাই বানাতে চাই আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।