নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা সমর্থকরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। লিগ মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে বার্সার উপর চাপ অব্যহত রাখা ভ্যালেন্সিয়া। ১০ জনের গেটাফের কাছে তারা হেরেছে ১-০ গোলে। তার মানে, কাতালান দলটি এখন শিরোপা দৌড়ে পরিষ্কার ৫ পয়েন্টে এগিয়ে।
আগের দিন সেল্টা ভিগোর সাথে ন্যু ক্যাম্পে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। ফলে ভ্যালেন্সিয়ার সামনে সুযোগ ছিল গেটাফেকে হারিয়ে শীর্ষস্থানধারীদের সঙ্গে দুইয়ে নামিয়ে আনার। কিন্তু ৬৫ মিনিট ধরে ১০ জনের গেটাফের বিপক্ষে লড়েও গোলমুখ আবিষ্কার করতে পারেনি ভ্যালেন্সিয়া। উল্টো ৬৬তম মিনিটে মারকেল বেরগারার দুরপাল্লার ডিফ্লেকটেড শটে গেটাফের জয় নিশ্চিত হয়।
ম্যাচের ২৫তম মিনিটে গেটাফের উরুগুয়ের মিডফিল্ডার মাওরো আরামবারি দ্বিতীয় হলুদ কার্ড ও একই সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ভ্যালেন্সিয়া মানসিক ভাবে অনেকটাই এগিয়ে যায়। কিন্তু পুরো প্রথমার্ধই তার কোন সুবিধা আদায় করতে পারেনি সফরকারীরা। বিরতির ঠিক আগে পারেয়োর ফ্রি-কিক পোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও তারা স্বাগতিকদের উপর চাপ অব্যহত রাখে। কিন্তু জালের খোঁজ পায়নি। ম্যাচের শেষ মুহূর্তে হার এড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন লিগের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সিমোনে জাজা। তার হেড বারের উপর দিয়ে চলে যায়।
এর আগে দিনের অন্য ম্যাচে লেগানেস ৩-১ গোলে ভিয়ারিয়ালকে, এইবার একই ব্যবধানে এস্পানিওলকে ও লাস পালমাস ১-০ গোলে রিয়াল বেটিসকে পরাজিত করে।
লা লিগার শীর্ষ ৫
দল ম্যাচ গোল ব্যব. পয়েন্ট
বার্সেলোনা ১৪ ২৯ ৩৬
ভ্যালেন্সিয়া ১৪ ২০ ৩১
অ্যাট. মাদ্রিদ ১৪ ১৬ ৩০
রিয়াল মাদ্রিদ ১৪ ১৪ ২৮
সেভিয়া ১৪ ৫ ২৮
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।