Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও বদলানো না ইতিহাস

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ২২ বছরের ইতিহাস এবারও বদলালো না। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা আরো বাড়ল ওয়েস্ট ইন্ডিজের। এবার ক্যারিবীয় দলটি হেরেছে ইনিংস ও ৬৭ রানের বিশাল ব্যবধানে।
বলতে গেলে হোল্ডার বাহিনীর হারের মঞ্চ প্রস্তুত হয়েছিল ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেই। যেদিন তারা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৪ রানে। এরপর রস টেইলর ও হেনরি নিকোলসের ফিফটি এবং ডি গ্রান্ডহোম ও টম বান্ডেলের দারুণ শতকে যখন ৩৮৬ রানের লিড নেয় কিউইরা তখন সেটা আরো স্পষ্ট হয়। তবে দ্বিতীয় ইনিংসে কার্লোস ব্র্যাথওয়েটের ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিল সফরকারীরা। তৃতীয় দিনে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৪ রানও তুলেছিল তারা। কিন্তু চতুর্থ দিনে সেই ব্র্যাথওয়েটের বিদায়য়ের মধ্য দিয়েই শুরু হয় ক্যারিবীয় ইনিংসে ধ্বস। মাত্র ২২ রানের ব্যবধানে মাঝের সারির ৫ ব্যাটসম্যানকে এবং ৩৩ রানে শেষ ৫ উইকেট হারায় তারা। তাদের লড়াইও শেষ হয় চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পরপরই। এ যাত্রায় তারা করতে পারে ১০৬ ওভারে ৩১৯ রান।
প্রথম ইনিংসে মাত্র ৩৯ রানে ৭ উইকেট নেয়া নেইল ওয়াগনার এ যাগ্রায় নেন ১০২ রানে ২ উইকেট। ম্যাচসেরাও নির্বাচিত হন এই মিডিয়াম পেসার। হ্যামিল্টনে আগামী ৯ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৩৪ ও ১০৬ ওভারে ৩১৯ (আগের দিন ২১৪/২) (ব্র্যাথওয়েট ৯১, পাওয়েল ৪০, হেটমায়ার ৬৬, শাই হোপ ৩৭, চেইস ১৮, আমব্রিস ১৮, ডাওরিচ ৩, হোল্ডার ৭, রোচ ৭, কামিন্স ১৪, গ্যাব্রিয়েল ৪*; বোল্ট ২/৮৭, হেনরি ৩/৫৭, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়াগনার ২/১০২, স্যান্টনার ১/২৫, উইলিয়ামসন ০/০)। নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৫২০/৯ (ডি.)। ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ৬৭ রানে জয়ী। সিরিজ : ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে। ম্যাচ সেরা : নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ