নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নাগপুরে আগের টেস্টেই ছুঁয়েছিলেন অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার পাঁচটি ডাবল সেঞ্চুরির রেকর্ড। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই পরের টেস্টে আবারো দ্বিশতক হাঁকিয়ে ছাড়িয়ে গেলেন ক্রিকেটের বরপুত্রকেও। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ (৬টি) ডাবল সেঞ্চুরির একমাত্র রেকর্ডধারী এখন কেবল বিরাট কোহলি। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২৪৩ রানের ইনিংসটি ভারতীয় অধিনায়কের ক্যারিয়ার সেরাও।
ভারতীয় হিসেবে শচীন টেন্ডুলকার ও বীরেন্দার শেবাগেরও টেস্টে দ্বি-শতক ৬টি করে। তবে সার্বিকভাবে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়তে এখনো অনেক দুর যেতে হবে কোহলিকে। ১২টি ডাবল সেঞ্চুরি নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ডন ব্র্যাডম্যান। এরপর আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১১), ক্যারিবীয়ান কিংবদন্তি লারা (৯), ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড (৭) এবং আরেক শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে (৭)।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে সান্দাকানের বলে এদিন লেগ বিফোরে ফাঁদে পড়ে আউট হওয়ার খানিক পরেই ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক। কোহলি তার ২৮৭ বলের ইনিংসটি সাজান ২৫টি বাউন্ডারিতে। নতুন মাস্টার বø্যাস্টারের এই ক্রিকেটীয় ইনিংসে ছয়ের মার নেই একটিও। ৪ উইকেটে ৩৭১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করে চা বিরতির খানিক আগে ৭ উইকেটে ৫৩৬ রান তুলে।
জবাবে ৩ উইকেটে ১৩১ রাত তুলে দিন শেষ করে শ্রীলঙ্কা। হাতে ৭ উইকেট থাকলেও এখনো তারা পিছিয়ে ৪০৫ রানে। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে অধিনায়ক দিনেশ চান্দিমালের সঙ্গে ক্রিজে আছেন ফিফটি পূর্ণ করা অ্যাঞ্জোলো ম্যাথিউস।
তবে ম্যাচের জয়-পরাজয়ের হিসেবকে দূরে ঠেলে দিয়েছে অন্য কেউ- ধূলো। বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণযুক্ত শহর ভারতের রাজধানী দিল্লির এই ম্যাচে সফরকারী লংকান দলের ফিল্ডারদের মুখে মাস্ক পড়ে খেলতে দেখা যায়। মধ্যাহ্ন বিতিরর পর দূষণের মাত্রা বেশি পরিলক্ষিত হওয়ায় অধিকাংশ লংকান খেলোয়াড় মুখে মাস্ক পড়ে মাঠে নামেন। ধোয়াশাচ্ছন্ন কন্ডিশনের বিষয়ে লংকান খেলোয়াড়রা আম্পায়ারকে অভিযোগ করলে এ সময় খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল।
ভারত ১ম ইনিংস : ১২৭.৫ ওভারে ৫৩৬/৭ (প্রথম দিন ৩৭১/৪) (বিজয় ১৫৫, কোহলি ২৪৩, শর্মা ৬৫; সান্দাকান ৪/১৬৭, গোমেজ ২/৯৫)। শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৪.৩ ওভারে ১৩১/৩ (পেরেরা ৪২, ম্যাথিউস ৫৭*, চান্দিমাল ২৫*; সামি ১/৩০, ইশান্ত ১/৪৪, জাদেজা ১/২৪)। দ্বিতীয় দিন শেষে ৪০৫ রানে এগিয়ে ভারত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।