Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যান্ডেলের পর ব্র্যাথওয়েট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ওয়েলিংটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ৯ উইকেটে ৫২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে তাদের লিড ৩৮৬ রানের। হার এড়াতে ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে লড়ছে ক্যারিবীয়রা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২১৪ রান। ৮ উইকেটে হাতে থাকলেও এখনো সফরকারীরা পিছিয়ে ১৭২ রানে।
কলিন ডি গ্রান্ডেহোমের পর কিউইদের রানপাহাড়ে তোলার মূল কৃতিত্ব টম বøান্ডেলের। ৯ উইকেটে ৪৪৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিক ইনিংস যে কোন সময়ে শেষ হতে পারত। কিন্তু বøান্ডেলে ও ট্রেন্ট বোল্ট দৃড়তায় তা হয়নি। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন বøান্ডেলে। নিয়মিত উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের জায়গায় খেলতে নেমে ১৮০ বলে ১৩ চার ও ১ ছক্কায় খেলেছেন হার না মানা ১০৭ রানের ইনিংস। ৬০ বলে ১৮ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন বোল্ট।
জবাবে ২ উইকেট হারালেও ভালোই জবাব দিচ্ছে উইন্ডিজ। দুটি উইকেটই নিয়েছেন ম্যাট হেনরি। ব্র্যাথওয়েট অপরাজিত আছেন ৭৯ রানে। কিন্তু এই প্রতিরোধ কতক্ষণ টিকবে সেটাই এখন দেখার।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৩৪
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৪৮.৪ ওভারে ৫২০/৯ ডি. (আগের দিন ৪৪৭/৯) (বøান্ডেল ১০৭*, বোল্ট ১৮*; গ্যাব্রিয়েল ১/৯০, রোচ ৩/৮৫, কামিন্স ২/৯২, হোল্ডার ১/১০২, চেইস ২/৯৫, ব্র্যাথওয়েট ০/৪৬)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ৬৬ ওভারে ২১৪/২ (ব্র্যাথওয়েট ৭৯*, পাওয়েল ৪০, হেটমায়ার ৬৬, শেই হোপ ২১*; বোল্ট ০/৪৭, হেনরি ২/৩৩, ডি গ্র্যান্ডহোম ০/২৪, ওয়েগনার ০/৮৯, স্যান্টনার ০/১৮, উইলিয়ামসন ০/০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ