Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরামবাগের মধুর প্রতিশোধ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


: ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মধুর প্রতিশোধ নিল আরামবাগ ক্রীড়া সংঘ। এবার প্রথম লেগে হারের বদলা নিল তারা। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে আরামবাগ ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। বিজয়ী দলের হয়ে সোহেলা রানা ও রাজন মিয়া একটি করে গোল করেন। এ জয়ে ১৪ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এক ঝটকায় তালিকার দশমস্থান থেকে অষ্টমস্থানে উঠে আসলো আরামবাগ। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে এগারোতম স্থানেই থাকলো মুক্তিযোদ্ধা। প্রথম লেগে এই মুক্তিযোদ্ধার কাছে সমান ব্যবধানে হেরেছিল আরামবাগ।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœ ফুটবল উপহার দেয় আরামবাগ। ফলে সাত মিনিটের মাথায় তারা দু’গোল আদায় করে নেয়। মধুর প্রতিশোধ নেয়ার ম্যাচে চার মিনিটে প্রথম গোল পায় মতিঝিলের দলটি। এসময় সোহেল রানা গোল করে আরামবাগকে এগিয়ে নেন (১-০)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের সাত মিনিটে রাজন মিয়া আরামবাগের হয়ে দ্বিতীয় গোলটি করেন (২-০)। এরপর মুক্তিযোদ্ধা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে লড়লেও গোলের দেখা পায়নি। আরামবাগও ব্যবধান বাড়াতে চেষ্টা করে সফল হয়নি। ফলে ম্যাচের বাকি ৮৩ মিনিট গোলহীনই কেটেছে। আর শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়েই সন্তুষ্ট চিত্তে ঘরে ফিরতে হয়েছে আরামবাগের ফুটবলারদের।
মোস্তফা বিল্লাহ’র সফলতা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো আইটিটিএফ লেভেল-৩ কোচিং কোর্স শেষ করে সফলতা পেলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) টেবিল টেনিস কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহ্। গতকাল শ্রীলংকার কলম্বোতে শেষ হয় আইটিটিএফ লেভেল-৩ কোচিং কোর্স। যেখানে বিল্লাহ নিজের যোগ্যতা প্রমাণ করে দেশের মুখ উজ্জ্বল করেন। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত¡াবধানে ও টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকায় অনুষ্ঠিত আইটিটিএফ লেভেল-২ কোচিং কোর্সও শেষ করেন মোস্তফা। তার এই অর্জনে গর্বিত বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। যে কারণে ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর সুমন সহ অন্যরা তাকে কাল ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে ১৯৯১ সালে খন্দকার আল মোস্তফা বিল্লাহর জাতীয় দলে অভিষেক। এরপর তিনি ২০১০ ঢাকা এসএ গেমসে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে পুরুষ এককে জাতীয় চ্যাম্পিয়ন হন বিল্লাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ