Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কাস্টমসের দাপটে ভাঙল মিলনমেলা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো
দ্বিতীয় জাতীয় মাস্টার্স আমন্ত্রণমূলক এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কাস্টমস। চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩৪টি স্বর্ণ, ২৫টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ। বিজেএমসি ৩৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পেয়ে হয়েছে রানার্স আপ। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ২য় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রণমূলক এ্যাথলেটিকস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোজাম্মেল হক বক্তব্য রাখেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও ভিডিপি ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে ৩য় স্থান এবং বাংলাদেশ ডাক বিভাগ ৮টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জ পদক পেয়ে ৪র্থ স্থান লাভ করেছে। এছাড়া বিশেষভাবে আমন্ত্রিত পশ্চিমবঙ্গ দল (ভারত) ২০টি স্বর্ণ, ২৯টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জ পদক করে। প্রতিযোগিতায় ভারতসহ সকল জেলা, সকল বাহিনী, বিশ্ববিদ্যালয়, বিজেএমসি, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ কাস্টমস, সকল শারীরিক শিক্ষা কলেজ, কাস্টমস ও জেলা ক্রীড়া সংস্থার পুরুষ ও নারী মিলে সর্বমোট ২৫৩ জন এ্যাথলেট অংশগ্রহণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ