নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো
দ্বিতীয় জাতীয় মাস্টার্স আমন্ত্রণমূলক এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কাস্টমস। চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩৪টি স্বর্ণ, ২৫টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ। বিজেএমসি ৩৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পেয়ে হয়েছে রানার্স আপ। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ২য় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রণমূলক এ্যাথলেটিকস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোজাম্মেল হক বক্তব্য রাখেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও ভিডিপি ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে ৩য় স্থান এবং বাংলাদেশ ডাক বিভাগ ৮টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জ পদক পেয়ে ৪র্থ স্থান লাভ করেছে। এছাড়া বিশেষভাবে আমন্ত্রিত পশ্চিমবঙ্গ দল (ভারত) ২০টি স্বর্ণ, ২৯টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জ পদক করে। প্রতিযোগিতায় ভারতসহ সকল জেলা, সকল বাহিনী, বিশ্ববিদ্যালয়, বিজেএমসি, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ কাস্টমস, সকল শারীরিক শিক্ষা কলেজ, কাস্টমস ও জেলা ক্রীড়া সংস্থার পুরুষ ও নারী মিলে সর্বমোট ২৫৩ জন এ্যাথলেট অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।