মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিনি হোয়াইট হাউস সামলাতে পারেন, আবার রাঁধতে পারেন ডালও। ছাত্র জীবনে এক ভারতীয় রুমমেটের কাছ থেকে ডাল-এর রেসিপি শিখেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দিল্লীতে একটি লিডারশিপ সামিটে আমন্ত্রিত ওবামার এ কথায় হাসির রব ওঠে দর্শকদের মধ্যে। ডাল-এর পাশাপাশি নিজের রান্না করা কিমা ও চিকেনেরও প্রশংসা করেন তিনি। অনেক ভারতীয় রান্না জানলেও তিনি মোটেও ভাল রুটি বানাতে পারেন না বলে স্বীকার করে নিয়েছেন ‘শেফ’ ওবামা।
দিল্লীতে উপস্থিত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জানিয়েছেন তার সঙ্গে ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বন্ধুত্বের কথাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সুসম্পর্কের কথা নিয়ে প্রশ্ন করা হয় ওবামাকে। তখনই একটু থেমে তিনি অডিয়েন্সকে তার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর গভীর বন্ধুত্বের কথা মনে করিয়ে দেন।
ওবামা বলেন, আমি মোদিকে পছন্দ করি। দেশের উন্নতির লক্ষ্যে তার নির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে। আমলাতন্ত্রকে আরও আধুনিক করার জন্যও তিনি অনেক কিছু করছেন। কিন্তু আমার খুব ভালো বন্ধু ড. মনমোহন সিং।
কীভাবে ২০০৯-এ আমেরিকার ওপর আছড়ে পড়া আর্থিক সঙ্কটের সময় কেমব্রিজ থেকে পাস করে বেরনো অর্থনীতিবিদ মনমোহন সিং তাকে সাহায্য করেছিলেন, সে কথাও উল্লেখ করেন ওবামা। এর আগেও মনমোহন সিং সম্পর্কে স্তূতি শোনা গেছে ওবামার মুখে। ২০১০ সালে টরন্টোয় জি২০ সামিটে মনমোহন সিং সম্পর্কে ওবামা বলেন, যখন প্রধানমন্ত্রী কথা বলেন, সবাই শোনেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।