Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

জয় ছাড়া কিছু ভাবছে না কুমিল্লা

এবার তামিমসহ দলের জরিমানা

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ স্পোর্টসম্যানশিপ দেখানোয় প্রশংসিত হচ্ছেন তামিম ইকবাল। তবে সেই ম্যাচেই ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লা অধিনায়ক ও তার সতীর্থদের। সব দিক বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল তামিমদের।
অধিনায়ক হওয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা যাবে তামিমের। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০শতাংশ। ম্যাচ শেষে মাঠের আম্পায়ারদের অভিযোগ মেনে নেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল মাশরাফি বিন মুর্তজা ও রংপুর রাইডার্সের। একই কারণে জরিমানা গুণতে হয়েছিল নাসির হোসেন ও সিলেট সিক্সার্সকে।
তবে এমন হার এবং সাজার পরও আত্মবিশ্বাসে এতটুকু চিড় ধরেনি শীর্ষে ফেরা দলটির। দুই দিন বিরতির পর আজ ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে উড়তে ধাকা রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা শেষ চার নিশ্চিত করেছে এরই মধ্যে। তবু জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সাবেক চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করা কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন গতকাল দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ট্রর্নামেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, শেষ চার নিশ্চিত হয়ে গেলেও গুরুত্বপূর্ণ। কারণ একটা দলের জয়রথ যে কোনও সময় থেমে যেতে পারে। আমরা তাই হারতে চাই না, প্রতিটি ম্যাচেই উন্নতি করতে চাই।’
দলের ইতিবাচক আর নেতিবাচক দিকও তুলে ধরলেন তিনি, ‘গত ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারালেও আমরা বেশ কিছু ভুল করেছিলাম। আমাদের আরও রান করা উচিত ছিল। তবে দলের বোলাররা খুব ভালো করছে, বিশেষ করে স্থানীয়রা। তাদের কারণে বিদেশিদের ওপর থেকে চাপ কমে যাচ্ছে।’ আগের মুখোমুখি লড়াইয়ে রংপুরকে হারালেও আজকের ম্যাচ নিয়ে সালাউদ্দিনের বিশ্লেষণ, ‘আমি আসলে প্রতিপক্ষ নিয়ে ভাবি না, নিজের দল নিয়ে ভাবি। প্রতিপক্ষ ভালো খেলে জিততেই পারে। ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারছে কিনা সেটাই বড় ব্যাপার।’ বিপিএলের বাকি ম্যাচগুলোতে বাড়তি ঝুঁকি নেওয়ার কোনও ইচ্ছে নেই কুমিল্লার কোচের, ‘পরীক্ষা-নিরীক্ষার কোনও সুযোগ নেই। দলের জন্য সেরাটা দেওয়ার সামর্থ্য যাদের আছে, তাদেরকেই খেলাবো।’
চট্টগ্রাম পর্বে খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন দুই ফিল্ড আম্পায়ার। অবশ্য এই পেসারের খেলতে বাধা নেই আপাতত। এ বিষয়ে সালাউদ্দিনের বক্তব্য, ‘আল-আমিনের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল, কিন্তু সে বোলিং অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরেছে। আশা করি, এবারও সে অ্যাকশন শুধরে আগের মতো ভালো বোলিং করবে। অবশ্য আমাদের এ নিয়ে কোনও দুশ্চিন্তা নেই, কারণ সে অন্তত ১৪ দিন খেলতে পারবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ