নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রুমু, চট্টগ্রাম ব্যুরো : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিজেকেএস এর ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় মাস্টার্স ও আমন্ত্রনমূলক এ্যাথলেটিকস প্রতিযোগীতা গতকাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গের সাবেক কৃতি অ্যাথলেটদের উপস্থিতি এটি মিলনমেলায় পরিণত হয়েছে। দ্ইুদিন ব্যাপী এ প্রতিযোগীতায় ৩৫ থেকে ৭০ বৎসর বয়সী প্রায় দুই শতাধিক এ্যাথলেট ১২৫টি ইভেন্টে প্রতিদ্বন্দিতা করছে। এর মধ্যে মহিলা ক্রীড়াবিদের সংখ্যা হচ্ছে ৭০জন আর পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদদের সংখ্যা হচ্ছে ৬০ জন। উদ্বোধনী দিনে পদক লড়াইয়ে বিজেএমসি দশটি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে এগিয়ে রয়েছে। নারীদের ১০০ মিটারে (৪৫+) দ্রততম মানবী এই বিজেএমসিরই সাবেক কৃতী এ্যথলেট শিরিন। বাংলাদেশ কাস্টমস ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৭টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে এবং ভারতের পশ্চিমবঙ্গ ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর আগে সকাল নয়টায় প্রতিযোগীতা উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিকস এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দীন চৌধুরী নয়ন, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন মিসেস হেলেনা জাহাঙ্গীর, মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অর্গানাইজিং সেক্রেটারী মোজাম্মেল হক। এছাড়া এ্যাথলেটিকস ফেডারেশনের সহ সভাপতি শাহ আলম, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন ঘোষণার সাথে সাথে মশাল নিয়ে মাঠ প্রদক্ষিন করেন এক সময়ের কৃতি দৌড়বিদ কাজী আবদুল আউয়াল ও মহিলা ক্রীড়াবিদ মিসেস লুবনা মাহমুদ। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ব্যান্ডের তালে তালে এ্যাথলেটিকসদের মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়েছে। এর নেতৃত্ব দেন এবায়দুল হক লুলু। এরপর খেলোয়ারদের পক্ষে এককালের কৃতি ম্যারাথন দৌড়বিদ অনারারী ক্যাপ্টেন মোস্তাক আহম্মেদ (অব:) এবং ডিসকাস থ্রো ইভেন্টে ১৭ বছরের চ্যাম্পিয়ন মিসেস জোৎস্না আফরোজ শপথ বাক্য পাঠ করান। এছাড়া বিচারকদের পক্ষে শপথ গ্রহণ করা হয় ইসমাইল কুতুবী ও মিসেস শর্মিষ্ঠা রায়।
বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিকস এসোসিয়েশনের উদ্যোগে, অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগীতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বিজেএমসি, বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ ডাকবিভাগ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বডারগার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ভোলা জেলা ক্রীড়াসংস্থা, নাটোর জেলা ক্রীড়াসংস্থা, সাতক্ষীরা জেলা ক্রীড়াসংস্থা, কুষ্টিয়া জেলা ক্রীড়াসংস্থা, ভারতের পশ্চিমবঙ্গ দল ও চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থা। আজ প্রতিযোগীতার সমাপনী দিন। বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার এমপি, বিশেষ অতিথি থাকবেন এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।