Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াগনারে বিধ্বস্ত উইন্ডিজ

অ্যামব্রিসের অন্য রকম রেকর্ড

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে ২২ বছরের জয়ক্ষরা এ যাত্রায়ও সম্ভবত ঘোচানো হলো না ওয়েস্ট ইন্ডিজের। অন্তঃত দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্টে তো নয়-ই। সেটা করতে হলে যে অতি নাকটকীয় কিছুই করে দেখাতে হবে ক্যারিবীয়দের। ওয়েলিংটনে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে যে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেছে উইন্ডজ, জবাবে ২ উইকেটে ৮৫ রান তুলে ফেলেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
জেসন হোল্ডার বাহিনীর এই পরিণতির কারণ একজন, নেইল ওয়াগনার। বাঁ-হাতি এই মিডিয়াম পেসার একাই মাত্র ৩৯ রানের খরচায় তুলে নেন সাত-সাতটি উইকেট। এমন বিধ্বংসী রূপে এর আগে কখনো দেখা যায়নি ওয়াগনারকে।
টস হেরে ব্যাটে নামা সফরকারীদের শুরুটা কিন্তু মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন ক্রেইগ ব্রেথওয়েট ও কাইরেন পাওয়েল। এই জুটি ভাঙ্গার মধ্য দিয়েই উইকেট শিকারের উৎসব শুরু করেন ওয়াগনার। দলীয় ৪৬ ও নিজের ১৪.৪ ওভারে শ্যানোন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ক্যারিবীয় ইনিংসের ইতি টেনে দেন চা বিরতির আগেই। ৩৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকারের স্বাদ নিলেন ওয়াগনার। দিন শেষে উচ্ছ¡াসিত ওয়াগনার বলেন, ‘এই পিচ থেকে এতটা আশা করিনি। তবে যা হয়েছে, সত্যিই ভয়ংকর। শুরুতে আমি সেরাটা দিতে পারিনি। তবে ধীরে ধীরে নিজের সেরা অবস্থায় ফিরেছি এবং সেরাটা অর্জন করেছি। এমন বোলিং ফিগার সত্যিই আমাকে আনন্দ দিচ্ছে।’
এই ম্যাচেই টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যরকম এক বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস। অভিষেক টেস্টে মুখোমুখি হওয়া প্রথম বলেই হিট উইকেট আউট হন ২৪ বছর বয়সী ডান-হাতি ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলেই হিট উইকেট আউট নজির এই প্রথম।
চা-বিরতির আগে পরে ৩৮ ওভার ব্যাট করার সুযোগ পায় নিউজিল্যান্ড। তা থেকে ওপেনার টম লাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে বø্যাক ক্যাপ বাহিনী। আরেক ওপেনার জিত রাভালের সাথে উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন লাথাম। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক উইলিয়ামসন (১)। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে পিছিয়ে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ৪৫.৪ ওভারে ১৩৪/১০ (পাওয়েল ৪২, ব্রেথওয়েট ২৪, ডরিচ ১৮; ওয়াগনার ৭/৩৯, বোল্ট ২/৩৬)।
নিউজিল্যান্ড : ৩৮ ওভারে ৮৫/২ (লাথাম ৩৭, রাভাল ২৯*, হোল্ডার ১/১৯, রোচ ১/২৭)। প্রথম দিন শেষে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ