Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং অ্যাকশন

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয় আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন। সেবছর নভেম্বরে চেন্নাইয়ে আইসিসির পরীক্ষাগারে দুই দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে মেলে ছাড়পত্র। তিন বছর পর আবারও প্রশ্ন উঠেছে বাংলাদেশের এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে।
গত ২৮ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে খুলনা টাইটানস ইনিংসের ১৫তম ওভারের আরিফুল হককে করা দ্বিতীয় বলটা নিয়ে সন্দেহ হয় মাঠে থাকা আম্পায়ারদের। পরে তারা আনুষ্ঠানিকভাবে জানান আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন। ওই ম্যাচে ৪ ওভার বল করে ২০ রানে ৩ উইকেট নেন এই পেসার। পাশাপাশি কুমিল্লা জেতে ৯ উইকেটের বড় ব্যবধানে।
অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও আপাতত বিপিএল চালিয়ে যেতে সমস্যা নেই আল আমিনের। আইসিসির নিয়ম অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে তাকে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে রিপোর্ট করতে হবে। তার আগে খেলা চালিয়ে যেতে পারবেন। তার মানে ১২ ডিসেম্বর বিপিএলের ফাইনাল তার দল কুমিল্লা যদি ফাইনালেও ওঠে, খেলতে বাধা নেই।
ঘরোয়া ক্রিকেটে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা যদিও নতুন নয়। গত বিপিএলে প্রশ্ন উঠেছিল আরাফাত সানি ও কেভন কুপারের বোলিং অ্যাকশন নিয়েও। এবারের বিপিএলে ৯ ম্যাচে ৭ উইকেট নেয়া আল-আমিন জানিয়েছেন, ‘আম্পায়ারদের যে কোনও ওভার, যে কোন বল নিয়েই সন্দেহ হতে পারে। তাই বলে আমার অ্যাকশন অবৈধ হয়ে যাচ্ছে, এমনটা আমি মনে করছি না। আমার দুই সপ্তাহ সময় আছে। এরপর রিভিউ কমিটির তত্ত¡াবধানে কাজ করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ