Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে গবাদি পশু বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের কেন্দ্রীয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) তথা মোদি সরকার পশুহাটে গবাদিপশু বিক্রিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিয়েছে। জানা গেছে, বিজ্ঞপ্তি প্রত্যাহারসংক্রান্ত ফাইল এরই মধ্যে জমা পড়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে। পর্যবেক্ষরা বলছেন, গুজরাটে বিধানসভা ভোটের চাপ সামলাতে মোদি সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। এর আগে ব্যবসায়ী মহলের ক্ষোভ সামাল দিতে বেশ কয়েকটি পণ্যকে জিএসটি আওতার বাইরে রাখার কথা ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। উল্লেখ্য, গত ২৩ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল মোদি সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ধর্মীয় কারণে বলি দেয়ার জন্য বা গোশত খাওয়ার জন্য দেশের পশুহাটগুলোতে গবাদিপশু বিক্রি করা যাবে না। ওই বিজ্ঞপ্তিকে ঘিরে তখন ভারতজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিরোধীরা একসঙ্গে অভিযোগ করে, জোর করে দেশের মানুষের ওপর নিজেদের মতাদর্শ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বিজেপি। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে। শুধু তাই নয়, দেশে বিভিন্ন অঞ্চলে গো-গোশত গুজবে নিরীহ মানুষদের পিটিয়ে মারার অভিযোগওঠে স্বঘোষিত গো-রক্ষকদের বিরুদ্ধে। এনডিটিভি, ইনডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ