Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে বিভিন্ন মাত্রার তিনটি ভূকম্পন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইরানের পূর্বাঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার ভোরে কেরমান প্রদেশে ভূমিকম্পগুলো আঘাত হানে। রিখাটার স্কেলে যেটি ছিল ছয় মাত্রার। এরপর পাঁচ ও পাঁচ দশমিক এক মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। কেরমান শহরে জনসংখ্যা ৮ লাখ ২১ হাজার। এদিনের ভূমিকম্প ইসরাইল, তুরস্ক ও আরবের বেশ কিছু জায়গা থেকেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। আরবে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, এমন ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সা¤প্রতিককালে বারবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। এর আগে গত ১০ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কারমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী কুয়েত ও ইসরায়েলে সেটি টের পাওয়া যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ