মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : স্কুলের প্রধান শিক্ষিকার নামে কটুবাক্য লেখার অভিযোগে দু’টি ক্লাসের ৮৮ জন ছাত্রীকে জামাকাপড় খুলে দিগম্বর করে শাস্তি দিল কর্তৃপক্ষ। ভারতের অরুণাচল রাজ্যের পাপুম পারে জেলার টানি হাপ্পা এলাকার কস্তুরেবা গান্ধী বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই স্কুলের দুই শিক্ষিকা ছাত্রীদের কাছ থেকে প্রধান শিক্ষিকার নামে কটুবাক্য লেখা একটি কাগজ দেখতে পান। যেখানে প্রধান শিক্ষিকা ও এক ছাত্রী সম্পর্কে কিছু আপত্তিকর কথা লেখা ছিল। তবে আপত্তিকর শব্দগুলি কী লেখা ছিল সেটা জানা সম্ভব হয়নি। তারপরেই স্কুলের দুজন সহকারী শিক্ষিকা ও একজন জুনিয়র শিক্ষিকা মিলে স্কুলের ষষ্ঠ শ্রেণি ও সপ্তম শ্রেণির ৮৮ জন ছাত্রীকে জামা কাপড় খুলে দিগম্বর হতে বাধ্য করেন। তবে ঘটনাটি জানাজানি হয় গত ২৭ নভেম্বর। এরপর ওই ছাত্রীদের তরফে বিষয়টি জানানো হয় অল সাংলি স্টুডেন্টস ইউনিয়নে। এ ঘটনায় ওই ছাত্রীদের অভিভাবকরাও তীব্র নিন্দা প্রকাশ করেন। পরে অভিভাবক ও ওই ইউনিয়নের পক্ষে স্থানীয় ইটানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।