মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা ছিল বলে খবর প্রকাশিত হয়। কিন্তু গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিকই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে যাবেন। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই খবর সত্য নয় বলে বিবৃতি দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা খবর প্রকাশ পায়। সর্বপ্রথম দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, হোয়াইট হাউজ কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে টিলারসনকে সরিয়ে দিয়ে তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পিওকে বসানোর পরিকল্পনা করেছে। সিএনএন, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।