Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপান সম্রাট সিংহাসন ত্যাগ করবেন ২০১৯ সালের ৩০ এপ্রিল

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপান সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৯ সালের ৩০ এপ্রিল সিংহাসন ত্যাগ করবেন আকিহিতো। প্রধানমন্ত্রী শিনজো আবে তার সরকারের মন্ত্রী ও রাজকীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এ তারিখ ঘোষণা করেছেন। ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো বয়স ও রুগ্নস্বাস্থ্যের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে গতবছর আগস্টে সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করা কোনও বিধান না থাকায় বিষয়টি ঝুলে ছিল। মে মাসে এ সংক্রান্ত বিল পার্লামেন্টে অনুমোদন দেয়া হয়। শুক্রবার রাজকীয় হাউজহোল্ড কাউন্সিল, প্রধানমন্ত্রী শিনজো আবে, আইপ্রনেতাবৃন্দ এবং রাজপরিবারের সদস্যরা যৌথ বৈঠক করেন।ওই বৈঠকেই সম্রাটের সিংহাসন ত্যাগের জন্য ২০১৯ সালের ৩০ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়। বিবিসি, এনএইচকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ