Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ৪:১৩ পিএম

রাজধানীর পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে অজ্ঞাত (৪০) নামে এক ব্যক্তি হেঁটে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। তার পরনে ছিল জিন্সের শার্ট ও চেক লুঙ্গি।
অন্যদিকে বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মসংলগ্ন ৪ নম্বর লাইনে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) ব্যক্তি নিহত হন। নিহতের পরনে ছিল সবুজ ও লাল রঙের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ